ব্রাজিলে নারী সাংবাদিকের মানহানি, ক্ষতিপূরণ দিতে হবে প্রেসিডেন্টকে


প্রকৌশল নিউজ ডেস্ক :
ব্রাজিলে নারী সাংবাদিকের মানহানি, ক্ষতিপূরণ দিতে হবে প্রেসিডেন্টকে
  • Font increase
  • Font Decrease

জার্নালিস্টস অ্যাগেইনস্ট হ্যারাসমেন্ট গ্রুপ বলেছে, আদালতের এই রায় ব্রাজিলের সব নারী প্রতিবেদক ও সাংবাদিকতায় জড়িত নারীদের জন্য দিনটিকে ‘বিশেষ করেছে’।

ডানপন্থী বলসোনারো ২০১৯ সালের জানুয়ারি থেকে ব্রাজিলের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন। তাঁর প্রশাসন নিয়ে প্রশ্নকারী সাংবাদিকদের প্রতি বিরূপ আচরণের ইতিহাস রয়েছে।

গত বছর ফেব্রুয়ারিতে ওই মন্তব্য করার পর প্রেসিডেন্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেন ক্যাম্পোস মেলো। এর আগে গত জানুয়ারিতে বলসোনারোর ছেলে এদুয়ার্দোর বিরুদ্ধেও এ ধরনের একটি মামলায় জয়ী হয়েছিলেন তিনি। ব্রাজিলের কংগ্রেসের নিম্নকক্ষের সদস্য এদুয়ার্দো গত বছর মে মাসে একটি ইউটিউব ভিডিওতে অভিযোগ করেছিলেন, তাঁর বাবার বিরুদ্ধে মানহানিকর তথ্যের জন্য একটি সূত্রকে ‘যৌনকর্মে প্রলুব্ধ করার’ চেষ্টা করেছিলেন ওই সাংবাদিক।

তাঁর ওই বক্তব্য সাংবাদিকের মর্যাদার ওপর আক্রমণ বলে আখ্যায়িত করেন একজন বিচারক। এ জন্য ক্ষতিপূরণ হিসেবে তাঁকে ৩০ হাজার রিয়েল দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি।

প্রকৌশল নিউজ/এমএস