বুশরা বিবি’র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি


আন্তর্জাতিক ডেস্কঃ
বুশরা বিবি’র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি
  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমারন খানের স্ত্রী বুশরা বিবি’র বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে দেশটির দুর্নীতি দমনবিষয়ক আদালত।

আল-কাদির ট্রাস্ট মামলার টানা আটটি শুনানিতে উপস্থিত না হওয়ায় শুক্রবার সাবেক ফার্স্টলেডির বিরুদ্ধে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ট্রায়াল কোর্টের বিচারক নাসির জাভেদ। সেই সাথে আগামী ২৬শে নভেম্বরের মধ্যে বুশরা বিবিকে গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশ দিয়েছে আদালত। আদালতে হাজির না হওয়ার কারণও জানতে চেয়ে নোটিশও জারি করা হয়েছে।

তোশাখানা মামলায় গ্রেপ্তার হয়ে প্রায় ৯ মাস রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দি ছিলেন বুশরা বিবি। গত মাসে তিনি এ মামলা থেকে জামিন পান। শুনানির সময় আদালতে উপস্থিত ছিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বর্তমানে আদিয়ালা কারাগারে বন্দি রয়েছেন। বুশরার আইনজীবী চিকিৎসার কারণ দেখিয়ে আদালতে তার অনুপস্থিতির কথা পেশ করেন।

এদিকে বৃহস্পতিবার এক ভিডিও বার্তায় ২০২২ সালে ইমরান সরকারের পতনের পেছনে সৌদি আরব জড়িত ছিল বলে অভিযোগ করেছেন। এটা নিয়ে দেশটিতে গুরুতর বিতর্ক চলছে। একই বার্তায় তিনি ইমরান খানের দল পাকিস্তান তেহরিকে ইনসাফের সমর্থকদের ইসলামাবাদে আগামী রোববার ঘোষিত বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিতে আহ্বান জানিয়েছেন।

তবে বুশরা বিবি'র এই অভিযোগকে ভিত্তিহীন বলে দাবি করেছেন পাকিস্তানের সাবেক সেনাপ্রধান জেনারেল (অবসরপ্রাপ্ত) কামার জাভেদ বাজওয়া। জিওনিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে সাবেক এই জেনারেল বলেন, ভিত্তিহীন অভিযোগ করে রাজনৈতিক ফায়দা আদায় করতেই এমন মন্তব্য করেছেন বুশরা বিবি। তিনি বলেছেন, সৌদি আরব পাকিস্তানের ‘উপকারী বন্ধু’।

উল্লেখ্য, ২০১৮ থেকে ২০২১ সাল পর্যন্ত সৌদি আরব সফরে প্রতিবারই সফরসঙ্গী হয়েছিলেন বুশরা বিবি।