বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য


প্রকৌশল নিউজ ডেস্ক :
বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজারের টিকা ব্যবহারের অনুমতি দিল যুক্তরাজ্য

করোনা ভ্যাকসিন

  • Font increase
  • Font Decrease

যুক্তরাজ্য বিশ্বের প্রথম দেশ হিসেবে ফাইজার ও বায়োএনটেকের তৈরি করোনাভাইরাসের টিকা ব্যবহারের অনুমতি দিয়েছে । সম্প্রতি আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি ও গার্ডিয়ানের দেয়া সংবাদের তথ্যমতে, যুক্তরাজ্যে করোনা সংক্রমণের সর্বোচ্চ ঝুঁকিতে থাকা ব্যক্তিদেরকে আগামী সপ্তাহ থেকে এই ভ্যাকসিন দেয়া হবে।

যুক্তরাজ্য ইতোমধ্যে ফাইজারের টিকার ৪০ মিলিয়ন ডোজের আদেশ দিয়ে রেখেছে। ব্রিটিশ রেগুলেটারি কমিটি বলেছে, ফাইজারের এ টিকা করোনার বিরুদ্ধে লড়তে ৯৫ শতাংশ পর্যন্ত কার্যকর। ফাইজার ও বায়োএনটেকের এই করোনাভাইরাসের টিকা দ্রুততম সময়ে তৈরি পৃথিবীর টিকাগুলোর মধ্যে অন্যতম। এটি বাজারে আনতে সময় লাগল মাত্র ১০ মাস ।

করোনার টিকার ব্যবহার শুরু হলেও বিশেষজ্ঞরা করোনা রোধে কঠোরভাবে স্বাস্থ্যবিধি অনুসরণ করতে বলেছেন। মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব মেনে চলতে বলেছেন তারা। এছাড়া করোনার লক্ষণ দেখা দিলে সাথে সাথে পরীক্ষা করে আইসোলেশনে থাকতে বলেছেন বিশেষজ্ঞরা।