মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ

বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। মঙ্গলবার (২০ এপ্রিল) রিপোর্টার্স উইদাউট বর্ডার্স-আরএসএফ ২০২১ সালের মুক্ত গণমাধ্যম সূচক প্রকাশ করেছে। এতে দেখা গেছে, বাংলাদেশের অবস্থান ১৮০টি দেশের মধ্যে ১৫২তম যা গতবছরের চেয়ে আরও এক ধাপ নিচে।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে এ সূচকে অবনতি হচ্ছে বাংলাদেশের। ২০১৯ সালের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৫০তম। গত বছর ছিল ১৫১তম, আর এ বছর আরও এক ধাপ পিছিয়ে ১৫২তম অবস্থানে বাংলাদেশ। এবারের সূচকে শীর্ষস্থানে রয়েছে নরওয়ে।
২০২১ সালের সূচকে প্রতিবেশী দেশগুলোর বেশিরভাগই বাংলাদেশের চেয়ে ভালো অবস্থানে রয়েছে। এ সূচকে ভুটান ৬৫তম, মালদ্বীপ ৭৯তম, নেপাল ১০৬তম, আফগানিস্তান ১২২তম, শ্রীলঙ্কা ১২৭তম, মিয়ানমার ১৪০তম, ভারত ১৪২তম, পাকিস্তান ১৪৫তম অবস্থানে রয়েছে।
এ তালিকায় চীনের অবস্থান ১৭৭তম ও মার্কিন যুক্তরাষ্ট্র ৪৫তম। ২০০২ সাল থেকে এই সূচক প্রকাশ করা হচ্ছে।