মিয়ানমারের থাই সীমান্তে সংঘর্ষ


প্রকৌশল নিউজ ডেস্ক :
মিয়ানমারের থাই সীমান্তে সংঘর্ষ
  • Font increase
  • Font Decrease

মিয়ানমারের পূর্বাঞ্চলীয় থাই সীমান্তে দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংখ্যালঘু কারেন জনগোষ্ঠীভুক্ত সশস্ত্র সংগঠনের জোরালো সংঘর্ষ শুরু হয়েছে। তাতমাদাও বলে পরিচিত সেই এলাকায় মঙ্গলবার সকালে ‘কারেন বিদ্রোহীরা’ সীমান্তে তাতমাদাওয়ের এক চৌকিতে হামলার পর এই সংঘর্ষ শুরু হয়।

কারেন স্বায়ত্তশাসনকামী কারেন ন্যাশনাল ইউনিয়নের (কেএনইউ) পররাষ্ট্র বিষয়ক প্রধান সাও তাও নি বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, থাই সীমান্তে মিয়ানমারের এক সামরিক চৌকিতে তারা মঙ্গলবার ভোরে আক্রমণ করে তা দখল করেছেন।

তিনি জানান, কেএনইউ যোদ্ধারা ওই চৌকিটি দখলের পর তা জ্বালিয়ে দিয়েছে। অন্য আরো বিভিন্ন স্থানে সংঘর্ষ চলছে বলে সাও তাও নি জানান। তবে কোথায় কোথায় সংঘর্ষ হচ্ছে এবং সংঘর্ষে কী হয়েছে, তা নিয়ে বিস্তারিত কিছু বলেননি তিনি। সীমান্তের সালউইন নদীর দুই পাড়ের বাসিন্দারা এর আগে প্রচণ্ড গোলাগুলির কথা জানান। এছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে জঙ্গলাকীর্ণ পাহাড়ি ওই স্থানে আগুন ও ধোঁয়া উড়তে থাকার ভিডিও ছড়িয়ে পড়েছে।

এদিকে থাইল্যান্ডের উত্তর-পশ্চিমাঞ্চলীয় সীমান্তবর্তী মাই হঙ সন প্রদেশের এক কর্মকর্তা রয়টার্সকে জানান, মিয়ানমার সীমান্তের থাই মাই সাম লিপ গ্রামের বিপরীতে অবস্থিত মিয়ানমারের সামরিক চৌকিতে প্রচণ্ড সংঘর্ষ চলছে। তিনি বলেন, 'আমাদের নিরাপত্তা কর্মকর্তারা পরিস্থিতির পর্যবেক্ষণ করছেন তবে থাই সীমান্তে এখনো পর্যন্ত কোনো প্রভাবের প্রতিবেদন পাওয়া যায়নি।' সীমান্তের এই সংঘর্ষে থাইল্যান্ডের ভূমিতে একজন সামান্য আহত হয়েছেন বলে ওই কর্মকর্তা জানান।