রাশিয়ায় করোনার টিকা দেওয়া শুরু


প্রকৌশল নিউজ ডেস্ক :
রাশিয়ায় করোনার টিকা দেওয়া শুরু
  • Font increase
  • Font Decrease

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা  করোনাভাইরাসের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে রাশিয়া। শুরুতে দেশটির রাজধানী মস্কোয় সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা নাগরিকদের এই টিকা দেওয়া হচ্ছে।

এর আগে বিশ্বের প্রথম দেশ হিসেবে এবং কোনরকম তথ্য প্রকাশ না করেই গত আগস্টে স্থানীয়ভাবে ব্যবহারের জন্য ‘স্পুটনিক ভি’ নামের টিকার লাইসেন্স দেয় রাশিয়া। এখন সেটির ব্যবহারও শুরু হয়েছে। সম্প্রতি এমনই সংবাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি।

টিকাটির নির্মাতারা বলছেন, এটি ৯৫ শতাংশ কার্যকরী এবং বড় ধরনের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই। তবে এখনও টিকাটির গণ-পরীক্ষার কার্যক্রম শেষ হয়নি। এই সপ্তাহেই টিকার প্রথম দুইটি ডোজ পাওয়ার জন্য নাম তালিকাভুক্ত করেছেন হাজার হাজার মানুষ। তবে রাশিয়া মোট কত টিকা তৈরি করতে পারবে, সেটা এখনও পরিষ্কার নয়। এই বছরের শেষ নাগাদ টিকাটির উৎপাদকরা ২০ লাখ টিকা তৈরি করতে পারবে বলে ধারণা করা হচ্ছে।

মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন বলেছেন, স্কুল, স্বাস্থ্যসেবা আর সমাজকর্মীদের আগে টিকাটি দেওয়া হবে। তবে যত টিকা আসতে থাকবে, এই তালিকা তখন আরও বড় হতে শুরু করবে।

এখন পর্যন্ত রাশিয়ায় ২৩ লাখ ৮২ হাজার ১২ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৪১ হাজার ৭৩০ জনের। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মস্কোর বাসিন্দারা। মস্কোতে প্রতিদিন হাজার হাজার মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হচ্ছেন।