ব্রিটেন-আমেরিকার সংবাদপত্র, সরকারি ওয়েবসাইট ডাউন


প্রকৌশল নিউজ ডেস্ক :
ব্রিটেন-আমেরিকার সংবাদপত্র, সরকারি ওয়েবসাইট ডাউন
  • Font increase
  • Font Decrease

ব্রিটেনের সরকারি ওয়েবসাইটসহ বেশ কয়েকটি প্রভাবশালী সংবাদপত্রের ওয়েবসাইট বিকল হয়ে পড়েছে। সংবাদপত্রগুলো হচ্ছে ব্রিটেনের দ্যা গার্ডিয়ান, ফিনানশিয়াল টাইমস, ইনডিপেন্ডেন্ট এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক টাইমস।

সেইসাথে ব্রিটিশ সরকারি সাইট - গভ.ইউকে-ও ডাউন। বিবিসি'র কিছু অংশও বিকল রয়েছে বলে জানা যাচ্ছে। এছাড়া অনলাইন মার্কেট অ্যামাজনেও সমস্যা দেখা দিয়েছে।

ডাউন হওয়া সাইটগুলোতে বলা হচ্ছে : ‘এরর ৫০৩ সার্ভিস আনঅ্যাভেইলেবল।’

প্রাথমিকভাবে জানা যাচ্ছে, ফ্যাস্টলি নামের ক্লাউড কম্পিউটিং কোম্পানি, যারা এসব প্রতিষ্ঠানকে সেবা দেয়, সমস্যাটা সেখানে। ফ্যাস্টলি বলছে, তাদের সিডিএন - গ্লোবাল কন্টেন্ট ডেলিভারি নেটওয়ার্কের সমস্যাগুলো তারা সমাধানের চেষ্টা করছে।

সূত্র : বিবিসি

প্রকৌশলনিউজ/এসএআই