ইসরাইলে আমিরাতের দূতাবাস উদ্বোধন 


প্রকৌশল নিউজ ডেস্ক :
ইসরাইলে আমিরাতের দূতাবাস উদ্বোধন 
  • Font increase
  • Font Decrease

সংযুক্ত আরব আমিরাত ইসরাইলে তাদের দূতাবাস উদ্বোধন করেছে। তেল আবিব স্টক এক্সচেঞ্জ ভবনে আমিরাতের দূতাবাস অবস্থিত। আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার এক বছরেরও কম সময়ের মধ্যে এই দূতাবাস উদ্বোধন করা হলো। গত মাসে আমিরাতে ইসরাইল তাদের দূতাবাস উদ্বোধন করে। সূত্র, আল জাজিরা।

বুধবার দূতাবাস উদ্বোধনের অনুষ্ঠানে ইসরাইলের নতুন প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আমিরাতের রাষ্ট্রদূত মোহাম্মদ আল-খাজা বলেন, ‘আমাদের দুই দেশের মধ্যে সম্পর্কোন্নয়নে এটি একটি মাইলফলক।’তিনি বলেন, ‘আমিরাত ও ইসরাইল দুই দেশই উদ্ভাবনী জাতি। আমাদের দুই দেশের এবং এই অঞ্চলের সমৃদ্ধশালী ও টেকসই ভবিষ্যৎ গঠনে এই সৃজনশীলতাকে আমরা কাজে লাগাতে পারি।’

‘আব্রাহাম চুক্তি’র আওতায় গত বছর সম্পর্ক স্বাভাবিক করে সংযুক্ত আরব আমিরাত ও ইসরাইল। এর মধ্যস্থতাকারী হিসেবে ভূমিকা রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

আমিরাতের পর বাহরাইন, মরক্কো ও সুদানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে ইসরাইল। ইসরাইলের সাথে মুসলিম প্রধান দেশগুলোর এভাবে সম্পর্ক স্বাভাবীকিকরণকে মোটেও ভালো চোখে দেখেনি ফিলিস্তিনিরা।

ইসরাইল ও আমিরাত দুই দেশের মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরো বেগবান করতে চায়। ইসরাইলের পররাষ্ট্রমন্ত্রী ইয়াইর ল্যাপিড গত মাসে বলেছিলেন, গত সেপ্টেম্বরে আব্রাহাম চুক্তি স্বাক্ষরের পর থেকে দুই দেশের মধ্যে ৬৭৫.২২ মিলিয়ন ডলারের চেয়েও বেশি বাণিজ্য হয়েছে।