কাবুলে ফাঁকা গুলি ছুড়ে ‘পূর্ণ স্বাধীনতা’ উদযাপন
আন্তর্জাতিক ডেস্ক :
সর্বশেষ মার্কিন সেনাটি যখন কাবুল বিমানবন্দর ছেড়ে যায় এরপরই বিজয়ের আনন্দে ওঠে তালেবানরা। স্বয়ংক্রিয় রাইফেল থেকে ফাঁকা গুলিবর্ষণ করে, বাজি ফাটিয়ে ‘পূর্ণ স্বাধীনতা’ উদযাপনে মাতে গোষ্ঠীটির সদস্যরা।
তালেবান আগেই জানিয়েছিল, ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানের মাটি ছাড়তে হবে মার্কিন বাহিনীকে। এর মধ্যেই বিদেশি নাগরিক ও সহযোগী আফগানদের সরিয়ে নেওয়ার কাজ সম্পন্ন করতে হবে। সময়সীমা কোনো ভাবেই বাড়ানো হবে না।
বার্তাসংস্থা রয়টার্স বলছে, যুক্তরাষ্ট্রের শেষ সামরিক বিমান আফগান মাটি ছাড়তেই উল্লাসে মেতে ওঠে তালেবান সদস্যরা। সেই মুহূর্তকে উপভোগ করতে বাজি ফাটিয়ে এবং বন্দুক থেকে ফাঁকা গুলিবর্ষণ করে ‘মুক্তির উল্লাসে’ মাতে তারা। এরপরই এই দিনটিকে ‘পূর্ণ স্বাধীনতা’ দিবস হিসেবে ঘোষণা করে তালেবান।