কুর্দি স্থাপনায় ইরানের ‘ভয়াবহ’ হামলা


ডেস্ক নিউজ
কুর্দি স্থাপনায় ইরানের ‘ভয়াবহ’ হামলা
  • Font increase
  • Font Decrease

কুর্দি কর্মকর্তারা জানিয়েছেন, উত্তর ইরাকের কুর্দিস অঞ্চলে একটি ইরানিয়ান-কুর্দিস বাহিনীর স্থাপনার ওপর ভয়াবহ হামলা চালিয়েছে ইরান। এতে নয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অসংখ্য মানুষ। 

কেডিপিআই নামে ইরানিয়ান-কুর্দি দলটির কর্মকর্তা সোরান নুরি বলেছেন, বুধবার ইরবিল থেকে ৬০ কি.মি পূর্বে অবস্থিত কোয়ার ঘাঁটি লক্ষ্য করে মিসাইল ও ড্রোন হামলা চালিয়েছে ইরান।

কুর্দি দল কেডিপিআইয়ের কার্যক্রম ইরানে নিষিদ্ধ। এটিকে সন্ত্রাসী দল হিসেবে আখ্যায়িত করে থাকে ইরান। 

ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ বলেছে, ইরানের রেভ্যুলেশনারী গার্ড ইরাকে অবস্থিত বিচ্ছিন্নতাবাদীদের কিছু ঘাঁটিতে  ‘নির্ভুল মিসাইল’ ও ‘আত্মঘাতী ড্রোন’ হামলা চালিয়েছে। 

ইরানের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, বিচ্ছিন্নতাবাদীদের নির্মূল না করা পর্যন্ত হামলা চালানো হবে। 

এদিকে সাম্প্রতিক সময়ে পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাসা আমিনির মৃত্যু হওয়ার পর বিক্ষোভে উত্তাল হয়ে ওঠেছে ইরান।

ইরানের দাবি, ইরানে এসব বিক্ষোভ ছড়াচ্ছে ইরাকে অবস্থানরত কুর্দি বিচ্ছিন্নতাবাদীরা। 

ইরাকের রাজধানী বাগদাদ থেকে গণমাধ্যম আল জাজিরার সাংবাদিক জানিয়েছেন, কুর্দি স্থাপনার ওপর হামলার ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়বে।