ফিলিস্তিন এখন সমগ্র মানবতার উদ্বেগের বিষয়: ইব্রাহিম রায়িসি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বলেন, ফিলিস্তিন এখন শুধুমাত্র ইরানের প্রধান উদ্বেগের বিষয় নয় বরং ফিলিস্তিন সমগ্র মানবতার উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে।
তিনি আরোও বলেন, ইহুদিবাদীদের অপরাধের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। ইসলামি প্রজাতন্ত্র ইরান ইসরাইলের সঙ্গে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক ছিন্ন করাকে অন্যতম কার্যকর প্রতিবন্ধক পদক্ষেপ বলে মনে করে।
প্রেসিডেন্ট সাইয়েদ ইব্রাহিম রায়িসি বুধবার ইরান ও তুরস্কের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বিষয়ক উচ্চ পরিষদের অষ্টম বৈঠকে এ কথা বলেন। তিনি গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরাইলি গণহত্যার তীব্র নিন্দা জানান।
রায়িসি বলেন যে, ইহুদিবাদী ইসরাইলের মানবতাবিরোধী সকল অপরাধের চেয়েও বেশি দুঃখজনক বিষয় হলো ওই বর্বর অপরাধের প্রতি আমেরিকা ও পশ্চিমাদের সমর্থন। সেইসঙ্গে আন্তর্জাতিক সংস্থাগুলোর নীরবতা এবং নিষ্ক্রিয়তাও ইহুদিবাদীদের অপরাধ চালিয়ে যেতে মদদ জোগাচ্ছে বলে তিনি মন্তব্য করেন।
আমেরিকা মানবাধিকার রক্ষার দাবি করা সত্ত্বেও ইহুদিবাদীদের হাতে নিরীহ ও অরক্ষিত ফিলিস্তিনি নারী ও শিশুদের হত্যার সমর্থনে দৃঢ়তার সঙ্গে দাঁড়িয়েছে।