নাইজারে জঙ্গি হামলা, নিহত ৭০


প্রকৌশল নিউজ ডেস্ক:
নাইজারে জঙ্গি হামলা, নিহত ৭০
  • Font increase
  • Font Decrease

নাইজারে জঙ্গিদের হামলায় অন্তত ৭০ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সেইসাথে সীমান্তবর্তী এলাকার দুই গ্রামে হামলার ঘটনায় আহত হয়েছে শতাধিক। 

রোববার (৩ জানুয়ারি) দেশটির নিরাপত্তা কর্মীদের বরাত দিয়ে রয়টার্স এ তথ্য জানায়।

স্থানীয় গণমাধ্যমের খবরে জানানো হয়, শনিবার (২ জানুয়ারি) চমবাঙ্গু গ্রামে হামলার ঘটনায় অন্তত ৪৯ বাসিন্দা নিহত এবং ১৭ জন আহত হয়েছেন।

নাম প্রকাশ না করার শর্তে, নাইজারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানান, জারুমদারে গ্রামে হামলার ঘটনায় প্রায় ৩০ জন নিহত হয়েছেন। দেশটির সরকার এ হামলার ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে ‘আল কায়েদা’ এবং ‘ইসলামিক স্টেট (আইএস)’ এর জঙ্গিরা প্রায়ই হামলা চালায়।

দেশটির পশ্চিমাঞ্চলে মালি ও বুরকিনা ফাসো সীমান্তবর্তী এলাকায় এবং দক্ষিণ-পূর্বাঞ্চলে নাইজেরিয়া সীমান্তবর্তী এলাকায় জঙ্গি হামলার ঘটনায় গত বছরই হাজারও মানুষ নিহত হয়েছেন।