পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যা করলো আইএস


প্রকৌশল নিউজ:
পাকিস্তানে ১১ খনি শ্রমিক হত্যা করলো আইএস
  • Font increase
  • Font Decrease

পকিস্তানের একটি কয়লা খনির ১১ জন শ্রমিককে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) ।

শনিবার দেশটির বেলুচিস্তান প্রদেশে জঙ্গিরা ওই শ্রমিকদের অপহরণ করার পর খনির কাছেই হত্যা করে বলে জানিয়েছে বিবিসি।

নিহত শ্রমিকরা শিয়া সম্প্রদায়ের হাজারা জনগোষ্ঠীর সদস্য। দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান এই ঘটনাকে ‘অমানবিক সন্ত্রাসী কর্মকান্ড’ বলে বর্ণনা করে হামলার নিন্দা জানিয়েছেন। 

হত্যাকাণ্ডের বিচার দাবি করে প্রতিবাদকারীরা লাশগুলো প্রধান একটি সড়কে রেখে গাড়ি চলাচল বন্ধ করে দিয়েছে। দায়ীদের গ্রেপ্তার করার প্রতিশ্রুতি দিয়েছেন কর্মকর্তারা।