গাজার বিষয়ে মার্কিন পরিকল্পনা 'হাস্যকর': খামেনেয়ী


আন্তর্জাতিক ডেস্কঃ
গাজার বিষয়ে মার্কিন পরিকল্পনা 'হাস্যকর': খামেনেয়ী
  • Font increase
  • Font Decrease

ফিলিস্তিনিদেরকে গাজা উপত্যকা থেকে বিতাড়নের যে পরিকল্পনা আমেরিকা ও ইসরাইল করেছে তাকে ‘হাস্যকর’ বলে প্রত্যাখ্যান করেছেন ইসলামি প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী।

তিনি বলেছেন, তারা যেভাবে গাজার প্রতিরোধকে ধ্বংস করতে ব্যর্থ হয়েছে ঠিক সেভাবে তাদের এই পরিকল্পনাও চরমভাবে ব্যর্থ হবে।

ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালার নেতৃত্বে সংগঠনের একটি প্রতিনিধিদল মঙ্গলবার তেহরানে ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি একথা বলেন। 

তিনি বলেন, “এসব পরিকল্পনায় কোনো কাজ হবে না। যারা গাজার প্রতিরোধ সংগঠনগুলোকে ধ্বংস করে ফেলার প্রত্যয় জানিয়েছিল তারা এখন সেইসব সংগঠনের কাছ থেকে তাদের পণবন্দিদের মুক্ত করছে বিশাল সংখ্যক ফিলিস্তিনি বন্দিকে মুক্তির বিনিময়ে।”

ইসরাইল ও আমেরিকার বিরুদ্ধে যুদ্ধে জয়ী হওয়ায় আয়াতুল্লাহ খামেনেয়ী গাজার প্রতিরোধ সংগঠনগুলোর ভূয়সী প্রশংসা করেন এবং এ বিজয়কে ‘অসাধারণ' বলে মন্তব্য করেন।          

গাজা যুদ্ধে বিজয়ের ফলে এখন প্রতিরোধ সংগঠনগুলোকে নতুন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করতে হবে বলে তিনি মন্তব্য করেন। আয়াতুল্লাহ খামেনেয়ী গাজা থেকে পণবন্দি মুক্তির প্রক্রিয়াকে বিশ্ববাসীর সামনে হামাসের শক্তিমত্তা প্রদর্শনের মহড়া বলে উল্লেখ করেন।

তিনি বলেন, বিশ্ববাসী এখন বুঝতে পেরেছে যে, গাজা উপত্যকা নিয়ে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করতে গেলে তাতে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগঠনগুলোর সম্মতি নিয়ে করতে হবে। 

সাক্ষাতে জিয়াদ আন-নাখালা গাজা যুদ্ধে প্রতিরোধ সংগঠনগুলোর বিজয়ে আয়াতুল্লাহ খামেনেয়ীকে অভিনন্দন জানান। তিনি বলেন, ইরানের অব্যাহত সমর্থন এবং লেবাননের হিজবুল্লাহ নেতা সাইয়্যেদ হাসান নাসরুল্লাহর পরামর্শ অনুসরণ করেই এই বিজয় অর্জিত  হয়েছে। তিনি আরো বলেন, তারা আল-কুদস মুক্ত হওয়ার আগ পর্যন্ত প্রতিরোধ যুদ্ধ পরিত্যাগ করবেন না।