বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু


আন্তর্জাতিক ডেস্ক :
বিমান দুর্ঘটনায় নাইজেরিয়ার সেনাপ্রধানের মৃত্যু
  • Font increase
  • Font Decrease

নাইজেরিয়ার কাদুনা প্রদেশে এক বিমান দুর্ঘটনায় দেশটির সেনাপ্রধানের মৃত্যু হয়েছে। এ সময় বিমানে থাকা অপর এক আরোহীও নিহত হয়েছেন। খবর রয়টার্সের।

শুক্রবার (২১ মে) বিকেলে সরকারি সফরে যাওয়ার সময় নাইজেরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলের কাদুনায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুর মৃত্যু হয়।

শনিবার (২২ মে) এক প্রতিবেদনে রয়টার্স জানায়, শুক্রবার কাদুনা বিমানবন্দরের পাশে ইব্রাহিম আত্তাহিরুকে বহনকারী বিমানটি বিধ্বস্ত হয়। তবে বিমানটিতে কতজন আরোহী ছিলেন তা জানা যায়নি।

এক বিবৃতিতে নাইজেরিয়ার বিমান বাহিনী জানায়, সরকারি সফরে যাওয়ার পথে কাদুনা ইন্টারন্যাশনাল বিমানবন্দরের কাছাকাছি এলাকায় বিমানটি বিধ্বস্ত হয়। এতে সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইব্রাহিম আত্তাহিরুসহ বাকি আরোহী নিহত হয়েছেন। এ ঘটনার বিস্তারিত পরিবর্তীতে জানানো হবে।

উল্লেখ্য, গত জানুয়ারিতে নাইজেরিয়ার সেনাপ্রধানের দায়িত্ব নেন ইব্রাহিম আত্তাহিরু।

এর আগে গত ২১ ফেব্রুয়ারি নাইজেরিয়ার রাজধানী আবুজার বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয় সামরিক বাহিনীর একটি বিমান। মীনাগামী এই বিমানটি উড্ডয়নের পরপরই ইঞ্জিন বিকল হয়ে পড়ায় বিমানবন্দরে অবতরণের চেষ্টার সময় বিধ্বস্ত হয়। এতে ঘটনাস্থলেই বিমানের সাত আরোহী নিহত হন।