জর্জিয়ার বিজয়ে সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্রাটদের

মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের নিয়ন্ত্রণও ডেমোক্র্যাটদের হাতে চলে গেছে। জর্জিয়ায় বিজয়ের মাধ্যমে সিনেটের এই নিয়ন্ত্রণ এখন ডেমোক্র্যাটদের হাতে। ফলে প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের পরাজয়ের দু-সপ্তাহ পরে সিনেটেও সংখ্যাগরিষ্ঠতা হারাল রিপাবলিকানরা।
দক্ষিণাঞ্চলীয় রাজ্যটির সিনেটের দুটি আসনেই জয়ী হয়েছেন ডেমোক্র্যাটদলীয় প্রার্থীরা।
জর্জিয়ায় সিনেটের দুটি আসনে রানঅফ নির্বাচনে ডেমোক্রেটিক দলের প্রার্থী রাফায়েল ওয়ারনোক রিপাবলিকান প্রার্থী কেলি লফলারকে ৭৩ হাজার এবং আরেক প্রার্থী জন ওসোফ রিপাবলিকান প্রার্থী ডেভিড পারডুকে ৩৬ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন।
সর্বশেষ খবর অনুযায়ী, হাড্ডাহাডি লড়াইয়ে ৫০ দশমিক ০৬ শতাংশ ভোট পেয়ে ডেমোক্র্যাট রাফায়েল ওয়ার্নোক বর্তমান সিনেটর কেলি লোফ্লারকে পরাজিত করেন। তাঁর প্রাপ্ত ভোটের সংখ্যা ২২ লাখ ৩০ হাজার ২৩১, তাঁর প্রতিদ্বন্দ্বী কেলি লোফ্লার পেয়েছেন ৪৯ দশমিক ০৪ শতাংশ, যা সংখ্যায় ২১ লাখ ৭৬ হাজার ৪৮ ভোট।
অন্যদিকে জন ওসফ ৫০ দশমিক ০২ শতাংশ ভোট পেয়ে রিপাবলিকান প্রার্থী বর্তমান সিনেটর ডেভিড পারডুকে পরাজিত করেন। প্রাপ্ত ভোটের সংখ্যা ২২ লাখ ১১ হাজার ৬০৩। ডেভিড পারডু পেয়েছেন ৪৯ দশমিক ০৮ শতাংশ, যা সংখ্যায় ২১ লাখ ৯৪ হাজার ৫৭৮ ভোট।
এতে প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার পর সমন্বিত ক্ষমতার অধিকারী হতে যাচ্ছেন জো বাইডেন।
১৯৩২ সালের পর ডোনাল্ড ট্রাম্পই প্রথম মার্কিন প্রেসিডেন্ট যিনি এক মেয়াদের মধ্যেই হোয়াইট হাউস ও কংগ্রেসের উভয়কক্ষে নিজ দলের ভরাডুবির কারণ হলেন।