এবার সৌদির আগেই তিন গ্রামে ঈদ উদযাপন


প্রকৌশল নিউজ ডেস্ক :
এবার সৌদির আগেই তিন গ্রামে ঈদ উদযাপন

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

এবার সৌদি আরবের একদিন আগেই চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার তিনটি গ্রামে বাসিন্দারা উদযাপন করলেন পবিত্র ঈদুল ফিতর। ভোর রাতে চাঁদ দেখার খবরে উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপিত হচ্ছে সেখানে। মঙ্গলবার সকাল ১০টায় হাজীগঞ্জ উপজেলার সাদ্রা দরবার শরীফ জামে মসজিদে ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

প্রধান জামাতে ইমামতি করেন দরবার শরীফের বর্তমান পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী। এ সময় মুসল্লিরা ঈদের জামাতে অংশ নেয়। পরে অন্যান্য মসজিদেও ঈদের জামায়াত অনুষ্ঠিত হয়।

স্থানীয়রা জনান, ভোর রাতে চাঁদ দেখার খবর পেয়েছেন তারা। পরে হাজীগঞ্জ উপজেলার তিন গ্রামে ঈদ উদযাপিত হয়। তবে এতো দিন ওই তিন গ্রামের বাসিন্দারা সৌদি আরবের সাথে মিল রেখে একইসাথে ঈদ উদযাপন করতেন।

সাদ্রা দরবারের পীর মুফতি আল্লামা যাকারিয়া চৌধুরী আল মাদানী বলেন, ১৯২৮ সাল থেকে বিশ্ব মুফতি আল্লামা ইসহাক (রহ.) কর্তৃক প্রতিষ্ঠিত চাঁদপুর জেলার সাদ্রা ঐতিহাসিক দরবার শরীফের ধর্মপ্রাণ মুসলমানগণ সর্বপ্রথম নবচন্দ্র দর্শনের নির্ভরযোগ্য সংবাদের ভিত্তিতে প্রতিবছরই ঈদুল ফিতর, ঈদুল আযহাসহ ধর্মীয় সব উৎসবাদি পালন করে থাকি।

ঈদ উদযাপন সম্পর্কে দরবারের বড় পীরজাদা পীর ড. মুফতি বাকী বিল্লাহ মিসকাত চৌধুরী বলেন, মঙ্গলবার সোমালিয়া, নাইজারেও চাঁদ দেখা গেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুনুর রশিদ বলেন, এ ধরনের ঘটনা এই প্রথমই শুনলাম। হঠাৎ ঈদের জামায়াতের খবর পেয়ে আমার লোক পাঠাই। জানা মতে সেখানে দুটি মসজিদে ঈদের জামায়াত হয়েছে। এতে মুসল্লি সংখ্যা ৪০-৫০ জন হবে।