নতুন সিদ্ধান্তে প্রতিদিন সাড়ে ৩ ঘণ্টা চলবে বইমেলা
সম্প্রতি দেশে করোনা সংক্রমণ বাড়ায় ‘অমর একুশে বইমেলা ২০২১’এর সময়সূচিতে পরিবর্তন এনেছে বাংলা একাডেমি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী বুধবার থেকে বই মেলা চলবে বেলা ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত।
বুধবার বাংলা একাডেমির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
একাডেমির জনসংযোগ, তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ বিভাগের পরিচালক অপরেশ কুমার ব্যানার্জী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশের ক্রমবর্ধমান করোনা পরিস্থিতিতে “অমর একুশে গ্রন্থমেলা ২০২১”-এর সময়সূচিতে আজ ৩১ মার্চ ২০২১ থেকে পরিবর্তন আনা হয়েছে। এখন থেকে বইমেলা শুরু হবে বেলা ৩টায় এবং শেষ হবে সন্ধ্যা ৬:৩০টায়।
এই সিদ্ধান্তের আগে এত দিন বইমেলা প্রতিদিন বেলা তিনটা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকত। শুক্রবার ও ছুটির দিনে মেলা চলছে সকাল ১১টা থেকে। তবে পরিবর্তিত সিদ্ধান্তে ছুটির দিনের বিষয়ে কিছু বলা হয়নি।
উল্লেখ্য, করোনা মহামারির নানা বাধা পেরিয়ে গত ১৮ মার্চ বাঙালির প্রাণের উৎসব 'অমর একুশে গ্রন্থমেলা' শুরু হয়। ওইদিন বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণের মূল মঞ্চে আয়োজিত অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি অংশ নিয়ে এই মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবারের বইমেলার মূল থিম 'জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী'।
প্রকৌশল নিউজ/এমআর