হুমায়ুন রশিদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান


নিজস্ব প্রতিবেদকঃ
হুমায়ুন রশিদের আদর্শ ছড়িয়ে দেওয়ার আহ্বান
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর বর্ণাঢ্য কর্মময় জীবনের আদর্শ, দেশপ্রেম, ত্যাগের শিক্ষা অনুসরণীয় যা তরুণ প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। 

বুধবার রাজধানীর বিআরটিসি সম্মেলন কক্ষে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ আয়োজিত "মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর ৯৩তম জন্ম বার্ষিকী" উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব কথা বলেন।

শিরীন শারমীন আরো বলেন, স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ কার্যকর ভূমিকা রাখতে পারে। মুক্তিযুদ্ধে  ও রাষ্ট্র পরিচালনায় সফল কূটনীতিক হিসেবে এবং সংসদীয় গণতন্ত্রকে সুসংহত করতে সফল স্পীকার হিসেবে হুমায়ুন রশীদ চৌধুরীর অবদান অনস্বীকার্য।

স্পীকার বলেন, ১৯৫৩ সালে মেধার স্বাক্ষর রেখে ফরেন সার্ভিসে যোগ দিয়ে নিজ পেশার পরোয়া না করে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাঙালির অধিকার আদায়ের সংগ্রামে সম্পৃক্ত হয়ে বাংলাদেশের স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছিলেন মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী। চল্লিশটি দেশে তিনি স্বাধীনতার পক্ষে জনমত গঠনে কূটনৈতিক তৎপরতা চালিয়েছেন যা বলিষ্ঠ ও সাহসী পদক্ষেপ। এ থেকেই তাঁর দায়িত্বশীল ব্যক্তিত্বের সর্বোচ্চ দিকটি প্রতিভাত হয়।

ড. শিরীন শারমিন চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদ গঠনের ব্যপারে সর্বাত্মক সহযোগিতা করেছেন। মরহুম স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরীর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২১ জুন ২০১৯ তারিখে গঠিত এ পরিষদ দেশ ও জাতি গঠনে তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করে বিভিন্ন ফলপ্রসূ কার্যক্রম গ্রহণ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্পীকার।

স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মোঃ নজিবুর রহমানের সভাপতিত্বে এবং স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক  এহছানে এলাহীর তত্ত্বাবধানে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন বক্তব্য রাখেন। 

অনুষ্ঠানে স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সভাপতি মোঃ নজিবুর রহমান মূল প্রবন্ধ উপস্থাপন করেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্পীকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক মোঃ এহছানে এলাহী। অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের ওয়েবসাইটের শুভ উদ্বোধন করেন স্পীকার।