করোনা প্রতিরোধে বাংলাদেশ-চীন একযোগে কাজ করেছে
প্রকৌশল নিউজ:
২০২০ সালে করোনা ভাইরাস প্রতিরোধে বাংলাদেশ-চীন একযোগে কাজ করেছে বলে জানিয়েছে চীনা দূতাবাস। নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন,করোনা প্রতিরোধে একযোগে কাজ করেছে বাংলাদেশ-চীন।
শুক্রবার (১ জানুয়ারি) নববর্ষের এক বার্তায় তিনি এ কথা বলেন।
চীনা রাষ্ট্রদূত বলেন, আমরা ২০২০ সালকে বিদায় জানিয়েছি। তবে গত বছর বিশ্বজুড়ে করোনা মহামারি মোকাবিলা করতে হয়েছে।
তিনি বলেন, চলতি বছর বাংলাদেশের স্বাধীনতার স্মরণীয় ৫০তম বার্ষিকী ও চীনা কমিউনিস্ট পার্টির ১০০ তম বার্ষিকী উদযাপন করা হবে।
আমরা সেই প্রতীক্ষায় আছি। সবাইকে শুভ নববর্ষ। এদিকে, চীনা দূতাবাস জানিয়েছে, নতুন বছরে চীনা দূতাবাস থেকে 'এ মিনিট উইথ অ্যাম্বাসেডর' ভিডিও প্রোগ্রাম চালু করেছে। এই প্রোগ্রামে চীনা রাষ্ট্রদূত বিভিন্ন বার্তা দেবেন।