কুমিল্লায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় এক জনের অবস্থা আশংকাজনক
কুমিল্লায় বাসে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লস্টিক সার্জারী ইনস্টিটিউটে এখন পর্যন্ত ৬ জন ভর্তি আছে যাদের মধ্যে এক জনের অবস্থা আশংকাজনক বলে জানিয়েছেন ডাক্তার।
বৃহস্পতিবার বিকেলে মতলব এক্সপ্রেস একটি পরিবহন ঢাকা থেকে মতলব যাওয়ার পথে কুমিল্লার গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌছালে চলন্ত বাসে হঠাৎ আগুন ধরে এসময় ঘটনাস্থলেই অগ্নিকাণ্ডে মারা গেছেন দুজন। আহত হয়েছেন আরও অন্তত ২২ জন।
যাদের মধ্যে অগ্নিকাণ্ডে আহত ১৮ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হলে বৃহস্পতিবারই ১২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতালে ছেড়েছেন। বাকী ৬ জনের মধ্যে একজন গোলাম হোসেনকে আইসিইউতে ভর্তি রাখা হয়েছে, তার শরীরে ৩১ শতাংশ পুড়ে গেছে।
এছাড়া বাকি ৫ জন পর্যবেক্ষণে আছেন। যাদের মধ্যে শামসুন্নাহার ৬৫ বছর ১০ শতাংশ, তাসমিয়া উর্ষী - ৬ বছর ৫ শতাংশ, তাহিয়া ১০ বছর ৬ শতাংশ, মনসুর আহমেদ ২৩ বছর ৬ শতাংশ, রওশন আরা বেগম ৪৫ বছর ১২ শতাংশ পুড়ে গেছে। তাদের পর্যবেক্ষণ ছেড়ে দেওয়ার কথা রয়েছে।