বছরের প্রথম কালবৈশাখীর আঘাত ঢাকাসহ ৬ জেলায়


প্রকৌশল প্রতিবেদক :
বছরের প্রথম কালবৈশাখীর আঘাত ঢাকাসহ ৬ জেলায়
  • Font increase
  • Font Decrease

রাজধানী ঢাকাসহ ৬ জেলায় আঘাত হানলো বছরের প্রথম কালবৈশাখী। আবহাওয়া অধিদপ্তর জানায়, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ গাজীপুর, মাদারীপুর ও বরিশালে কালবৈশাখী ঝড় বয়ে গেছে।

ইতিমধ্যে ঢাকায় ঘণ্টায় ২০ থেকে ৩০ কিলোমিটার গতিতে বাতাস বইছে। বৃষ্টি শুরুর আগে বাতাসের সঙ্গে ধুলার ঝড় বয়ে যায় রাজধানীর উপর দিয়ে।

আবহাওয়াবিদ বজলুর রশিদ বলেন, বছরের প্রথম কালবৈশাখী ঝড় সাভারে আঘাত হেনেছে। ঘণ্টায় ৫০ কিলোমিটার গতিতে কালবৈশাখী আঘাত হানতে পারে। কালবৈশাখীর সঙ্গে বজ্রপাত ও শীলাসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বলে জানান তিনি।

ঢাকায় বেলা সাড়ে ৩টা থেকে থেমে থেমে গুড়িগুড়ি বৃষ্টি শুরু হয়। সাড়ে ৪টা থেকে আকাশ কালো করে প্রবল বেগে বাতাস বইতে থাকে। এ সময় রাজধানীতে ধুলাঝড় তৈরী হয়।