অনুমতি ছাড়াই ওড়ানো যাবে ড্রোন!


প্রকৌশল নিউজ ডেস্ক :
অনুমতি ছাড়াই ওড়ানো যাবে ড্রোন!
  • Font increase
  • Font Decrease

বিনোদনের জন্য এখন থেকে গ্রিন জোনে অনুমতি ছাড়াই আকাশে ছোট আকারের ড্রোন উড্ডয়ন করা যাবে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।

তবে এই ড্রোনের উড্ডয়ন অবশ্যই সমতল ভূমি থেকে ১০০ ফিটের মধ্যে হতে হবে এবং ওজন হবে পাঁচ কেজির নিচে। মঙ্গলবার বেবিচকের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ড্রোন ওড়ানো বিষয়ে বেবিচকের ভার্চ্যুয়াল ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে ড্রোনের বিষয়ে নির্দেশনা দেন বেবিচকের ফ্লাইট স্ট্যান্ডার্ড রেগুলেশন অ্যান্ড ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন ইমরানুর রহমান।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ড্রোন উড্ডয়নের এলাকা বা জোনকে গ্রিন, ইয়েলো ও রেড এই তিন ভাগে ভাগ করা হয়েছে। বিভিন্ন সংরক্ষিত এলাকা, সামরিক এলাকা, ঘনবসতিপূর্ণ এলাকা, জনসমাগমপূর্ণ এলাকাকে ইয়েলো জোন ধরা হয়েছে।

এছাড়াও নিষিদ্ধ এলাকা, বিপজ্জনক এলাকা, বিমানবন্দর এলাকা, কেপিআই ইত্যাদিকে রেড জোন হিসেবে ধরা হয়েছে। এই দুই ধরনের জোন বাদে সব জোনকে গ্রিন জোন ধরা হয়েছে। গ্রিন জোনে যে কেউ অনুমতি ছাড়া ১০০ ফুটের মধ্যে ড্রোন ওড়াতে পারবেন।

তবে ড্রোন যদি ১০০ ফুটের বেশি উড্ডয়ন করাতে হয়, সেক্ষেত্রে বেবিচক থেকে অনুমতি নিতে হবে।

প্রকৌশল নিউজ/ শা