হাটহাজারিতে সড়কে দেয়াল, ভোগান্তিতে মানুষ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের বিরোধিতা করে ধর্মভিত্তিক দলগুলোর নেতা-কর্মী ও মুসল্লিদের একাংশের সঙ্গে ক্ষমতাসীন দলের নেতা-কর্মী ও পুলিশের সংঘর্ষের প্রতিবাদে চট্টগ্রামের অন্যতম ব্যস্ত সড়ক হাটহাজারী-খাগড়াছড়ি সড়কের উত্তর হাটহাজারী, নাজিরহাট, ফটিকছড়ি, রামগড়, খাগড়াছড়ি, খেয়াকো ও ফেনীতে আসা–যাওয়ার রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে। এতে করে বিপাকে পড়েছে যাত্রীরা। পথ আটকাতে সড়কে দেওয়াল তুলে দেওয়া হয়েছে।
শুক্রবার বেলা আড়াইটা থেকে বন্ধ রয়েছে সড়কটি। সড়কের হাটহাজারী বাজার এলাকায় ইটের স্তূপ দিয়ে পাঁচ ফুট দেয়াল দিয়ে রাখা হয়েছে। পাশাপাশি উপজেলা ভূমি অফিসের সামনের সড়ক খুঁড়ে ফেলা হয়েছে। সড়কে আড়াআড়িভাবে রাখা হয়েছে সিমেন্টের ইলেকট্রিক পিলার। কিন্তু এক দিন পার হলেও সড়কটিতে যান চলাচল বন্ধ রয়েছে। বন্ধ রয়েছে চট্টগ্রাম-নাজিরহাট রেল চলাচলও।
এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা। দুই পাশে আটকা রয়েছে মালবাহী ট্রাক। বিকল্প সড়ক দিয়ে লোকজনকে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে ভাড়া লাগছে দ্বিগুণ, সময়ও লাগছে বেশি। বেশি ভোগান্তিতে পড়তে দেখা গেছে নারী, শিশু ও বৃদ্ধদের। আজ শনিবার সরেজমিন এ চিত্র দেখা গেছে।
হাটহাজারী সদরের এক কিলোমিটার এলাকায় দোকানপাট বন্ধ রয়েছে। এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। অতিরিক্ত আড়াই শত র্যাব, পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ছাড়া বিজিবির ১০০ সদস্য মোতায়েন রয়েছে।
একপর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে ছাত্রসহ চারজন নিহত হন। পরে ছাত্ররা হাটহাজারী-নাজিরহাট সড়ক অবরোধ করেন। চট্টগ্রামের হাটহাজারী থানায় পুলিশ ও জনপ্রতিনিধিদের সঙ্গে শুক্রবার মধ্যরাতে হেফাজতের নেতাদের দুই দফা বৈঠকের পর সড়ক ছেড়েছিলেন মাদ্রাসার ছাত্ররা।