লকডাউনের খবর শুনে বাড়ি ছুটছে মানুষ!


প্রকৌশল নিউজ ডেস্ক :
লকডাউনের খবর শুনে বাড়ি ছুটছে মানুষ!
  • Font increase
  • Font Decrease

করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে দ্বিতীয় ধাপে সারাদেশে আগামীকাল সোমবার থেকে সরকারের এক সপ্তাহের লকডাউন কার্যকরের নির্দেশনার খবর পেয়ে ঢাকা ছাড়তে শুরু করেছে সাধারণ মানুষ। রোববার সকাল থেকেই বাসস্ট্যান্ড, রেল স্টেশন ও লঞ্চঘাটে ঘরমুখো মানুষের ভিড় ছিলো চোখে পড়ার মত।

সরকার ঘোষিত লকডাউন কেন্দ্র করে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটেও ভিড় জমায় দেশের দক্ষিণ অঞ্চলের ঘরমুখো যাত্রীরা। ঘাটের ফেরিগুলোতে চাপ কিছুটা কম থাকলেও নৌ-রুটের লঞ্চ ও স্পিডবোট ঘাটে দেখা গেছে যাত্রীদের উপচেপড়া ভিড়।

এদিকে ঘাট ও নৌ-যানগুলোতে যাত্রীদের স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে উদাসীনতা দেখা গেছে।

শিমুলিয়া ফেরিঘাটের বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহমেদ জানান, নৌ-রুটে ১৫টি ফেরি, ৮৭টি লঞ্চ ও ৩ শতাধিক স্পিডবোট চালু রয়েছে।

মাওয়া ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর হাফিজুল ইসলাম বলেন, যাত্রীর চাপ কিছুটা বেড়েছে। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা প্রস্তুত। স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে সারাদিনই যাত্রীদের সচেতনতায় কাজ করেছি।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের উপ-মহাব্যবস্থাপক (এজিএম) শফিকুল ইসলাম জানান, আজ সারাদিন ফেরি চলাচল স্বাভাবিক ছিলো। তবে সোমবার থেকে ফেরি বন্ধ থাকবে। শুধু মরদেহ পরিবহনের জন্য ফেরি চলবে।