না ফেরার দেশে সাংবাদিক-উপস্থাপক লোদী


প্রকৌশল প্রতিবেদক:
না ফেরার দেশে সাংবাদিক-উপস্থাপক লোদী
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের চলচ্চিত্র সাংবাদিকতার উজ্জল তারকা শফিউজ্জামান খান লোদী আর নেই।

রোববার সকাল সাড়ে ১১টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

রোববার বাদ আসর উত্তরা ৪ নম্বর সেক্টর মসজিদে জানাজা শেষে শফিউজ্জামান খান লোদীকে সমাহিত করা হবে।

চলচ্চিত্র সাংবাদিকতার পাশাপাশি শফিউজ্জামান খান লোদী বেতার ও টিভি'র জনপ্রিয় উপস্থাপক ছিলেন। তিনি দীর্ঘদিন চ্যানেল আইয়ের জনপ্রিয় অনুষ্ঠান ‘আমার ছবি’র উপস্থাপকের দায়িত্ব পালন করেছেন।

প্রকৌশল নিউজ/এমআরএস