দ্বিতীয় দিনের মতো উচ্ছেদ অভিযান চলছে ফুলবাড়িয়া মার্কেটে

রাজধানীর ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর অবৈধ দোকান অপসারণে দ্বিতীয় দিনের মতো অভিযান শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরশন (ডিএসসিসি)।
বুধবার বেলা ১২টা থেকে এ অভিযান শুরু করা হয়। করপোরেশনের তিন জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এ অভিযানের নেতৃত্ব দিচ্ছেন।
এই অভিযানে নেতৃত্ত্বে দিচ্ছেন ডিএসসিসি'র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ ও তানজিলা কবির ত্রপা। তারা জানান, আজ মার্কেটের ভেতরে ও পেছন অংশের নকশা বহিভূত অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করা হবে। তবে কারও কোনো অভিযোগ থাকলে সিটি করপোরেশনকে জানানোর আহবান জানিয়েছেন তারা।
ডিএসসিসি সূত্রে জানা যায়, ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এ অবৈধভাবে ৯১১টি দোকান নির্মাণ করা হয়েছিল। মঙ্গলবার (৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে এই মার্কেটে অভিযান শুরু করে ডিএসসিসি।
এর আগে, ডিএসসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান, এ এইচ ইরফান উদ্দিন আহমেদ এবং তানজিলা কবির ত্রপার নেতৃত্বে ফুলবাড়িয়া সুপার মার্কেট-২ এর ব্লক-এ, ব্লক-বি এবং ব্লক-সিতে অভিযান চালানো হয়। তখন অভিযান বন্ধ করতে ব্যবসায়ীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় ব্যবসায়ীরা কয়েকটি গাড়ির কাঁচ ভেঙে দেয় ও অভিযান বন্ধ করতে নানা স্লোগান দেয়। এ নিয়ে পুলিশের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়। ৭ রাউন্ড টিয়ারশেল ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। পরে দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তিন শতাধিক দোকান গুড়িয়ে দেয় ডিএসসিসি।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মনিরুজ্জামান বলেন, এই মার্কেটের ভেতরে আরও অনেক অবৈধ দোকান রয়েছে। সেগুলো আজ উচ্ছেদ করা হবে।
তবে উচ্ছেদের প্রতিবাদে আজও বিক্ষোভ করছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা। তাদের দাবি, পুনর্বাসন না করে উচ্ছেদ অভিযান বন্ধ করতে হবে। অভিযানে যে কোনো ধরনের অপ্রীতিকর অবস্থা মোকাবেলায় আইনশৃঙ্খাবাহিনী সতর্ক অবস্থায় আছে।