বৃক্ষরোপণ করেছে র‌্যাব-২


প্রকৌশল নিউজ :
বৃক্ষরোপণ করেছে র‌্যাব-২
  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মশত বার্ষিকী উপলক্ষে চলমান ‘র‌্যাব সেবা সপ্তাহ’ উদযাপনের অংশ হিসেবে ২ শতাধিক বৃক্ষরোপণ করেছে র‌্যাব-২।

সোমবার সকালে রাজধানীর রায়েরবাজার শহীদ বুদ্ধিজীবি কবরস্থান এলাকায় ফলজ ও ঔষধি গাছসহ মোট ২০০ টি গাছ রোপণ করা হয় বলে জানান র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি আবদুল্লাহ আল মামুন।

তিনি বলেন, জনকল্যাণমূলক কর্মকাণ্ড বাস্তবায়নের লক্ষ্যে ভবিষ্যতেও অগ্রণী ভূমিকা অব্যাহত রাখবে। তিনি আরও বলেন, জঙ্গি, সশস্ত্র সন্ত্রাসী, জলদস্যু গ্রেফতারসহ মাদক দ্রব্য উদ্ধারে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। 

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত, দু:স্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে র‌্যাব বলেও জানান তিনি। 

তিনি আরও বলেন, সচেতনতা বৃদ্ধিসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দুর্যোগসহ যেকোন পরিস্থিতিতে র‌্যাব মানুষের পাশে থেকে তাদের দু:খ-কষ্ট লাঘবে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।

বৃক্ষরোপণ শেষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার শহীদ পরিবারের রুহের মাগফিরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করা হয়।