সীমিত পরিসরে দোকান খোলার সিদ্ধান্ত আসতে পারে ২৪ এপ্রিল
প্রকৌশল নিউজ :
সর্বাত্মক লকডাউন চলাকালীন সময়ে আগামী ২৪ এপ্রিল থেকে সীমিত পরিসরে দোকান খোলার অনুমতি মিলতে পারে বলে জানিয়েছেন বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি হেলালউদ্দিন।
সোমবার গণমাধ্যমকর্মীদের এই সম্ভাবনার কথা জানান তিনি।
হেলাল উদ্দিন বলেন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউসের কাছে আমার ঈদের আগে সীমিত পরিসরে দোকান খোলা রাখার দাবি জানিয়ে ছিলাম। তিনি আমাদের এই দাবির প্রেক্ষিতে এ বিষয়ে আগামী ২৪ এপ্রিল সিদ্ধান্ত জানানো হতে পারে বলে জানান।
এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিদিন রেকর্ড সংখ্যক মানুষের মৃত্যুর ঘটনায় সরকার আরও এক সপ্তাহ সর্বাত্মক লকডাউনের সময়সীমা বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে।