টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই : পাপন


প্রকৌশল নিউজ :
টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই : পাপন

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

করোনাভাইরাসের দেড় কোটি ডোজ টিকার জন্য ভারতের সেরাম ইনস্টিটিউটকে টাকা দেওয়া হয়েছে। তাই টাকা নেওয়ার পর টিকা আটকানোর কোনো অধিকার সেরামের নেই বলে মন্তব্য করেছেন বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নাজমুল হাসান পাপন।

শনিবার রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে করোনার দ্বিতীয় ডোজ টিকা নেওয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন তিনি। 

নাজমুল হাসান পাপন বলেন, দেড় কোটি ডোজ টিকার জন্য অগ্রিম টাকা দেওয়া হয়েছে। টিকা এসেছে ৭০ লাখ ডোজ। এখনো ৮০ লাখ ডোজ টিকা দেয়নি সেরাম ইনস্টিটিউট। সরকারের উচিত এই টিকার জন্য জোরালোভাবে বলা।  

তিনি বলেন, সরকার অগ্রিম যে টাকা দিয়েছে সে অনুযায়ী টিকা দেবে না, এটা কোনোভাবে গ্রহণযোগ্য নয়। সরকারের স্পষ্ট ভাষায় বলা উচিত, অগ্রিম টাকায় যতো টিকা পাব তা আমাদের দিতে হবে। দেড় কোটি টিকার টাকা দিয়েছি। সেটা আটকানোর কোনো অধিকার সেরামের নেই।

তিনি আরও বলেন, ভারত যে বাংলাদেশের বন্ধু সেটা এখন বিবেচনা করার সময় এসেছে। মিষ্টি কথায় সব চলবে না। ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে হবে।

প্রসঙ্গত, বাংলাদেশে সেরাম ইনস্টিটিউটের টিকা কেনায় এজেন্টের কাজ করছে বেক্সিমকো ফার্মা।

প্রকৌশল নিউজ/এমআর