'বঙ্গবন্ধুকে কটাক্ষকারীরা জামাই আদরে আছে'


প্রকৌশল নিউজ ডেস্ক :
'বঙ্গবন্ধুকে কটাক্ষকারীরা জামাই আদরে আছে'
  • Font increase
  • Font Decrease

বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরোধিতা যারা করে, কটাক্ষ যারা করে তারা জামাই আদরে আছে বলে দাবি করেছে বাংলাদেশ যুব মৈত্রী। শনিবার (৫ ডিসেম্বর) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধনে একথা বলেন সংগঠনের নেতৃবৃন্দ। 

বক্তারা বলেন, বিজয়ের মাস ডিসেম্বর, আর এই ডিসেম্বর মাসেই হেফাজত নামের দেশব্যাপী নৈরাজ্যকারী দল, তারা বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য চতুর রাজনৈতিক বক্তব্য দিয়ে, মানুষের মধ্যে পবিত্র ধর্ম ইসলামকে নিয়ে রাজনীতি শুরু করেছে। বঙ্গবন্ধুর ভাস্কর্য নির্মাণকে কেন্দ্র করে এই সাম্প্রদায়িক শক্তি বিভিন্ন কথা বলছে ও কটাক্ষ করছে ।  

দেশে প্রচলিত যে আইন রয়েছে  সে আইনুযায়ী কেউ বঙ্গবন্ধুকে কটাক্ষ বা ধর্মীয় অনুভূতিতে আঘাত করে কথা বললে তার শাস্তির বিধান রয়েছে। কিন্তু আমরা দেখছি তারা জামাই আদরেই আছেন। 

বক্তারা আরও বলেন, বর্তমান সরকারের হেফাজত প্রীতির কারণে আজ তারা খেয়ে দেয়ে মোটা হয়েছে। তারা দেশের মুক্তিযুদ্ধকে প্রশ্নবিদ্ধ করতে চায়, তারা পাকিস্তানি চিন্তাধারা বাংলাদেশে বাস্তবায়ন করতে চায়, ওরা পাকিস্তান প্রেমী। সরকার তাদের আস্কারা না দিলে তারা এত সাহস দেখাতে পারত না।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন, সংগঠ‌নের সভাপ‌তি সাব্বাহ আলী খান ক‌লিন, সাধারণ সম্পাদক মুতা‌ছিন বিল্লাহ সা‌নি, সহ-সাধারণ সম্পাদক তাপস দাস ও সহ-সভাপ‌তি তৌ‌হিদুর রহমানসহ অনেকে।