মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ শুরু


প্রকৌশল নিউজ :
মহামারিতে ক্ষতিগ্রস্তদের মাঝে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা বিতরণ শুরু

প্রধানমন্ত্রী শেখ হাসিনা (ফাইল ছবি)

  • Font increase
  • Font Decrease

প্রধানমন্ত্রী শেখ হাসিনা করোনাভাইরাস মহামারিতে দেশের ক্ষতিগ্রস্ত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সরকারের আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেছেন।

রোববার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে দ্বিতীয় পর্যায়ের আর্থিক সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

উদ্বোধনের দিনে ২২ হাজার ৮৯৫ জন সুবিধাভোগী মোবাইল পরিষেবার মাধ্যমে এ সহায়তা পান। আগামী তিন দিনে ৩৫ লাখেরও বেশি পরিবার এ সহায়তা পাবেন।

অতিদরিদ্র ও কর্মহীন নিম্ন আয়ের জনগোষ্ঠী যাতে এ কার্যক্রমের আওতায় আসে সে লক্ষ্যে বরাদ্দ দেওয়ার ক্ষেত্রে দুর্যোগপ্রবণ, অতিদরিদ্র এলাকা এবং জনসংখ্যার অনুপাত বিবেচনায় নেওয়া হয়েছে। বিশেষ করে দিনমজুর, কৃষক, শ্রমিক, পরিবহন শ্রমিক ইত্যাদি পেশার লোকজন যাতে এ সহায়তা পায় তা নিশ্চিত করা হয়েছে। তথ্যপ্রযুক্তি ব্যবহার করে প্রকৃত দরিদ্র ব্যক্তি চিহ্নিত করা হয়েছে যাতে কেবল প্রকৃত ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠী এ অর্থ পায়।

প্রকৌশল নিউজ/এমআর