মোহাম্মদপুরে কাউন্সিলর সলুর বস্তিতে আগুন

রাজধানীর মোহাম্মদপুরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বস্তিতে আগুনের ঘটনা ঘটেছে। আগুনে পুড়ে গেছে অন্তত ৩০টি ঘর।
বুধবার রাত সাড়ে দশটার কিছু পরে এ আগুনের সূত্রপাত হয়।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা কামরুল ইসলাম জানান, রাত ১০ টা ৫৫ মিনিটে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিস অগ্নিকান্ড স্থলে পৌছায়। ২০ মিনিটের চেষ্টায় রাত ১১টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
বস্তির বাসিন্দা সাইফুল ইসলাম জানান, বস্তিটির মালিক ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) ২৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর সলিমুল্লাহ সলু। বস্তিটিতে ৩৫ টি ঘর ছিল। যার বেশির ভাগই আগুনে পুড়ে গেছে।
সাইফুল বলেন, 'আগুন লাগার পর কয়েকজন ঘরের অল্প কিছু মালামাল বাইর করতে পারছে। বেশির ভাগ লোকই কিছু বাইর করতে পারে নাই।'