বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উদীয়মান তারকা : তুর্কী পররাষ্ট্রমন্ত্রী
ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতির প্রশংসা করে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় উদীয়মান তারকায় পরিণত হয়েছে। সেই সাথে বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতার ভূয়াসী প্রশংসা করে বলেন, সরকার জনগনের হলে সেখানে উন্নয়ন থামানো যায়না।
বুধবার (২৩ ডিসেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেনের সঙ্গে বৈঠকের যৌথ ব্রিফিংয়ে তিনি একথা বলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সমস্যা বাংলাদেশের জন্য বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যা সমাধানে তুরস্ক সব সময় ঢাকাকে সমর্থণ দেবে বলে তিনি আশ্বাস দেন। তিনি বলেন, রোহিঙ্গারা অবশ্যই নিরাপদে, স্বেচ্ছায় ও সম্মানজনকভাবে তাদের দেশে ফিরে যাবে।
একইসঙ্গে রোহিঙ্গাদের ভাসানচরে স্থানান্তরের সরকারের উদ্যোগকে সমর্থণ জানান তিনি। এ ছাড়া রোহিঙ্গাদের মিয়ানমারে প্রত্যাবর্তনের ব্যাপারে জাতিসংঘ এবং এর অন্যান্য সংস্থাগুলোর সঙ্গে একত্রিত হয়ে কাজ করার জন্য বাংলাদেশকে পরামর্শ দেন। তিনি রোহিঙ্গা বোঝা ভাগ করে নেওয়ার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান। তাদের উদ্দেশে মেভলুত চাভুসওগ্লু বলেন, আমরা শুধু মুখের কথা শুনতে চাই না, দৃশ্যমান কাজ দেখতে চাই।
প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশকে প্রযুক্তি সরবরাহ করা যায় কিনা এমন এক প্রশ্নের জবাবে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে যৌথ উৎপাদন ও প্রযুক্তি হস্তান্তরের ব্যাপারে আমরা আগ্রহী। তবে আমরা চাহিদার শতভাগ এখনো উৎপাদন করতে পারছি না। প্রয়োজনের ৭৫ শতাংশ উৎপাদন করছি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে করোনা মহামারি মোকাবিলায় বাংলাদেশ যে সফলতা দেখিয়েছে তার প্রশংসা করে তুর্কী মন্ত্রী বলেন, এ ক্ষেত্রে বাংলাদেশের প্রয়োজন অনুযায়ী আমরা সহযোগিতা করব।
এর আগে বাংলাদেশ ও তুরস্কের দুই পররাষ্ট্র মন্ত্রী বৈঠকে রোহিঙ্গা ইস্যুসহ দ্বিপক্ষীয় ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করেন। এ ছাড়া শক্তিশালী বানিজ্য ও বিনিয়োগ সম্পর্ক গড়ে তোলার লক্ষে দুই দেশের সম্পর্কের একটি নতুন অধ্যায় সূচনার ওপর গুরুত্বারোপ করেন তারা।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লু দুই দিনের সফরে বাংলাদেশে আসেন। তিনি মঙ্গলবার (২২ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। পররাষ্ট্র সচিব আবদুল মোমেন তাকে বিমানবন্দরে অভ্যর্থনা জানান। ঢাকায় তুরস্কের রাষ্ট্রদূত মুস্তফা ওসমান তুরান এসময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী বুধবার সকালে ধানমন্ডিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়ে বাংলাদেশে তার সফর শুরু করেন।
পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে সঙ্গে নিয়ে তিনি আজ ঢাকায় নবনির্মিত তুর্কি দূতাবাসের ভবন আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে জানা গেছে।