পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে


প্রকৌশল নিউজ ডেস্ক :
পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের সুসম্পর্ক থাকবে
  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গে যেই আসুক না কেন বাংলাদেশের সঙ্গে সুস্ম্পর্ক থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সোমবার সচিবালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি একথা বলেন।

মন্ত্রিপরিষদের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ড. মোমেন বলেন, পশ্চিমবঙ্গে নির্বাচনের পর ওখানে যেই আসুক না কেন, ভারতের সঙ্গে আমাদের সুসম্পর্ক থাকবে।

নির্বাচনে মমতার জয়ে তিস্তা চুক্তি আবার ঝুলে যাবে কিনা জানতে চাইলে ড. মোমেন জানান, আমরা আগের মতোই আমাদের কাজ করে যাবো। আমাদের কোনো সমস্যা হবে না।

পশ্চিমবঙ্গ নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস বিজয়ী হয়েছে।