ঘূর্ণিঝড় যশ রূপ নিতে পারে সুপার সাইক্লোনে


ডেস্ক নিউজ
ঘূর্ণিঝড় যশ রূপ নিতে পারে সুপার সাইক্লোনে
  • Font increase
  • Font Decrease

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান বলেছেন, ‘বঙ্গোপসাগরে তৈরি হওয়া লঘুচাপ 'যশ' সুপার সাইক্লোন হিসেবে আঘাত হানতে পারে। এজন্য প্রাথমিকভাবে সভা করেছে আবহাওয়া অধিদফতর।’  

শনিবার (২২ মে) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে অনুষ্ঠিত এ সংবাদ সম্মেলনে যশ-এর প্রস্তুতিমূলক প্রশ্নে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, ‘আজ বিকেল ৪টায় মন্ত্রণালয়ে এ বিষয়ে একটি প্রস্তুতিমূলক সভা হবে। সভায় সর্বশেষ তথ্য নিয়ে আলোচনা ও প্রস্তুতি গ্রহণ করা হবে।’

প্রতিমন্ত্রী বলেন, ‘লঘুচাপ যশ এখন যে অবস্থায় আছে তা ২৬ মে ঘূর্ণিঝড়ে পরিণত হবে। এ সময়েই এটি আঘাত হানবে। ভারতের উড়িষ্যায় আঘাত হানার সম্ভাবনা রয়েছে। তবে এগুলো দিক পরিবর্তন করে। আমাদের খুলনাঞ্চলে আঘাত হানতে পারে। ‘এখনই আতঙ্কিত হওয়ার কিছু নাই বলেও জানান তিনি।

এ সময়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মো. মহসিনসহ শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।