৯৯৯ এ ফোন, ডুবন্ত জাহাজের ১২ নাবিক উদ্ধার


প্রকৌশল প্রতিবেদক :
৯৯৯ এ ফোন, ডুবন্ত জাহাজের ১২ নাবিক উদ্ধার
  • Font increase
  • Font Decrease

পাথরবাহী একটি লাইটার জাহাজ বঙ্গোপসাগরের ভাসানচরের নিকটবর্তী স্থানে ঘূর্ণিঝড় ইয়াসের কবলে পড়ে। জাহাজটি উত্তাল সাগরে বিকল হওয়ায় স্রোতের তোড়ে একপাশে কাত হয়ে ডুবতে শুরু করে। ঘূর্ণিঝড়ের কবলে পড়া পাথর বাহী লাইটার জাহাজের নাম করিম। উক্ত জাহাজের একজন নাবিক সহায়তার জন্য জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করে অনুরোধ জানান।

জাতীয় জরুরি সেবা ৯৯৯  কর্মরত সদস্য তাৎক্ষণিকভাবে বিষয়টি কোস্টগার্ড নিয়ন্ত্রণ কক্ষ, নৌবাহিনী নিয়ন্ত্রণ কক্ষ, নোয়াখালী জেলা পুলিশ নিয়ন্ত্রণ কক্ষ ও বিমান বাহিনী নিয়ন্ত্রণ কক্ষে জানিয়ে উদ্ধারের ব্যবস্থা নিতে অনুরোধ জানান।

৯৯৯ থেকে সংবাদ পেয়ে বুধবার বেলা সোয় ১২টায় বাংলাদেশ বিমান বাহিনীর দুইটি এডব্লিউ-১৩৯ সার্চ এন্ড রেসকিউ হেলিকপ্টার চট্টগ্রামের জহুরুল হক বিমান বাহিনী ঘাঁটি থেকে রওনা দেয়।  উদ্ধারকারী দলের বিমান বাহিনীর সদস্যরা দুপুর দেড়টায় ডুবন্ত জাহাজটিকে খুঁজে পায় । এরপর জাহাজে থাকা ১২ জন নাবিকদের উদ্ধার করে চট্টগ্রামে নিয়ে আসেন।

উদ্ধারকৃত ১২ জন নাবিককে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়েছে। এবং পরবর্তীতে জাহাজ মালিক কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেয়া হয়েছে।

প্রকৌশল/এমআরএস