দেশে তালেবান ও জঙ্গি নেই


প্রকৌশল প্রতিবেদক :
দেশে তালেবান ও জঙ্গি নেই
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশে তালেবান নেই, জঙ্গিও নেই। আছে কিছু অরাজকতা সৃষ্টিকারী বাহিনী। এছাড়া কিছু সন্ত্রাসী বাহিনী বিভিন্ন সময় বিভিন্ন নামে আত্মপ্রকাশ করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

শনিবার দুপুরে সাভারের আশুলিয়ার বাইশমাইল এলাকায় একশত আলী সুপার মার্কেটের উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

স্বরাষ্ট্র মন্ত্রী বলেন, বাংলাদেশে অনেক ছোট ছোট সন্ত্রাসী দল রয়েছে। কিন্তু তাদের অরাজকতা সৃষ্টি করার সক্ষমতা নেই। তালেবানরা বিভিন্ন বড় শক্তির হাত ধরেই আফগানিস্তানের ক্ষমতায় এসেছে। বর্তমানে বাংলাদেশ শান্তির দেশ। যেহেতু বাংলাদেশ থেকে কাবুল অনেক দূরে, তাই এর কোনো প্রভাব আমাদের দেশে নেই।

এসময় মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান, সাভার উপজেলা নির্বাহী অফিসার মো. মাজহারুল ইসলাম প্রমুখ।

প্রকৌশল নিউজ/এমআরএস