১৫ আগস্টসহ বাতিল হচ্ছে জাতীয় আট দিবস


নিজস্ব প্রতিবেদক :
১৫ আগস্টসহ বাতিল হচ্ছে জাতীয় আট দিবস
  • Font increase
  • Font Decrease

অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সম্প্রতি এক বৈঠকে জাতীয় আট দিবস বাতিলের সিদ্ধান্ত নিয়েছে। শিগগির এসব দিবস বাতিল করে পরিপত্র জারি করবে মন্ত্রিপরিষদ বিভাগ।

বুধবার (১৬ অক্টোবর) অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়।

পোস্টের তথ্য অনুসারে যে আটটি দিবস বাতিলের সিদ্ধান্ত হয়েছে, সেগুলো হলো:

ঐতিহাসিক ৭ মার্চ, ১৭ মার্চ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিবস ও জাতীয় শিশু দিবস, ৫ আগস্ট: শেখ হাসিনার ভাই শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী, ৮ আগস্ট: শেখ হাসিনার মা বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিবের জন্মবার্ষিকী, ১৫ আগস্ট: বঙ্গবন্ধুর মৃত্যুবার্ষিকী ও জাতীয় শোক দিবস, ১৮ অক্টোবর: শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল দিবস, ৪ নভেম্বর: জাতীয় সংবিধান দিবস, ১২ ডিসেম্বর: স্মার্ট বাংলাদেশ দিবস।