এ বছরই রোহিঙ্গা ফেরানোর আশা পররাষ্ট্র্রমন্ত্রীর
প্রকৌশল নিউজ:
বাংলাদেশে চলমান রোহিঙ্গা সমস্যা সমাধানে কাজ বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার জন্য মিয়ানমারকে চিঠি দেওয়া হয়েছে।
তিনি আরো আরও বলেন, নতুন বছরে রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু করতে চাই। আমরা আশা করব মিয়ানমার নতুন বছরে রোহিঙ্গাদের ফেরত নেবে।
রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন বছরে মিয়ানমারের স্টেট কাউন্সিল দফতরের মন্ত্রী তিন সোয়েকে একটি চিঠি দেওয়া হয়েছে। ১ জানুয়ারি দেওয়া এ চিঠিতে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অনুরোধ জানিয়েছি।
এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে জাপানও আমাদের সহযোগিতা করবে। মিয়ানমারে জাপানের অনেক বড় বিনিয়োগ রয়েছে।
রোহিঙ্গাদের ফেরাতে ভারত এবং চীনও কাজ করছে। তারা সবাই চাইছে এ সংকটের সমাধান হোক।