খাল উদ্ধারে মেয়র আতিকের হুশিয়ারি


প্রকৌশল নিউজ:
খাল উদ্ধারে মেয়র আতিকের হুশিয়ারি
  • Font increase
  • Font Decrease

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম খাল উদ্ধার অভিযানে দখলদারদের বিরুদ্ধে হুাঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেছেন, ‘খালের সীমানার মধ্যে যেকোন স্থাপনা উচ্ছেদ করতে পিছু হটবে না ডিএনসিসি।’ 

সোমবার (৪ জানুয়ারি) রাজধানীর ইব্রাহিমপুরে খাল উদ্ধার অভিযানে তিনি এ হুাঁশিয়ারি দেন।

খাল উদ্ধারের দুই ঘণ্টা পর আবারো দখলের সুযোগ নেই বলে হুঁশিয়ারি দিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের এই মেয়র। তিনি বলেন, ‘জনগণের সহযোগিতা নিয়ে খাল উদ্ধার করা হবে। পানি প্রবাহের জন্য খাল উদ্ধারের বিকল্প নেই। উচ্ছেদের পর পাড় বাঁধাই করে খালের পাড়ে গাছ লাগানো হবে।’

মেয়র আতিক বলেন, ‘প্রয়োজনে সাইকেল চলাচলের পথ তৈরি করা হবে। খালের আশপাশের অবৈধ স্থাপনা, দোকানপাট, বহুতল ভবন উচ্ছেদ করা হবে। সেইসঙ্গে খাল পরিষ্কার কার্যক্রম পরিচালনা করবে উত্তর সিটি করপোরেশন।’

ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলাম বলেন, খালের পাশে ‍সিএস দাগ দেখে জায়গা নির্ধারণ করে দিতে ডিসি অফিসের সঙ্গে কথা হয়েছে। কাজ শুরু করে দিয়েছি অলরেডি। সীমানার মধ্যে স্থাপনা উচ্ছেদ করতে পিছপা হবে না ডিএনসিসি। দখলকারী যত ক্ষমতাবানই হোন না কেন, কোন রকম ছাড় বা দয়া করা হবে না।’