বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ওমানের সুলতানকে আমন্ত্রণ


প্রকৌশল নিউজ:
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ওমানের সুলতানকে আমন্ত্রণ
  • Font increase
  • Font Decrease

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন ওমানের সুলতান হাইতাম বিন তারিক আল সাঈদকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন।

বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

সেখানে বলা হয়েছে, বুধবার ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাঈদ বদর বিন হামাদ বিন হামুদ আল বুসাইদির সাথে টেলিফোনে আলাপকালে ড. মোমেন এ আহবান জানান।

পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সেই সাথে করোনার সময়ে বাংলাদেশের প্রায় সাত লক্ষ প্রবাসীকে দেখভাল করেছেন, একজনকেও চাকরিচ্যুত হয়ে দেশে ফিরতে হয়নি এবং সম্প্রতি বিমান যাতায়াত চালু করে প্রায় ৪০ হাজার আটকে পড়া শ্রমিককে ফেরত নিয়েছেন বলে তাকে ধন্যবাদ।

তাছাড়া সম্প্রতি ওমানের প্রচেষ্টায় কাতার ও সৌদি আরবের মধ্যে সমঝোতা সম্ভব হয়েছে বলে ধন্যবাদ জানান ড. মোমেন। বাংলাদেশ সফলতার সাথে করোনা মোকাবিলার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের প্রশংসা করেন ওমানের পররাষ্ট্রমন্ত্রী। 

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, এ বিষয়ে তথ্য আদানপ্রদানসহ দু’দেশ পরস্পরকে সহযোগিতা করতে পারে। এছাড়া, দু’দেশের পারস্পারিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ক্রমান্বয়ে আরো দৃঢ় হচ্ছে। বদর আল বুসাইদি ওমানের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের ভূমিকার প্রশংসা করেন। 

করোনার মধ্যে ওমান সরকার প্রবাসী বাংলাদেশিদের পাশে রয়েছে বলে জানান তিনি। করোনাকালীন প্রবাসী বাংলাদেশিদের সার্বিক সহযোগিতার জন্য ড. মোমেন ওমানের পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানান।

এসএআই/