মামুনুলের খেলাফত মজলিস কঠোর আন্দোলনের হুমকি দিলো


প্রকৌশল প্রতিবেদক:
মামুনুলের খেলাফত মজলিস কঠোর আন্দোলনের হুমকি দিলো
  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হকের অবিলম্বে মুক্তি চায় তার দল।  না হলে কঠোর আন্দোলনের হুমকিও দেওয়া হয়েছে বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর শায়খুল হাদীস আল্লামা ইসমাঈল নূরপুরী, নায়েবে আমীর মাওলানা ইউসুফ আশরাফ, মাওলানা আফজালুর রহমান, মাওলানা রেজাউল করিম জালালী, মাওলানা খুরশিদ আলম কাসেমী, মাওলানা আলী উসমান, মুফতি সাঈদ নূর ও  যুগ্মমহাসচিব  মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা কোরবান আলী কাসেমী, মাওলানা আব্দুল আজীজ, মুফতি শরাফত হোসাইন মামুনুলের মুক্তি চান।

ঐ বিবৃতিতে তারা বলেন, রোববার দুপুর সাড়ে ১২ টায় বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব ও হেফাজতে ইসলামের যুগ্মমহাসচিব এবং ঢাকা মহানগর সাধরণ সম্পাদক আল্লামা মামুনুল হককে মুহাম্মদপুরের জামিআ রাহমানিয়া থেকে পুলিশ গ্রেফতার করেছে। এভাবে রমজান মাসে আলেম-উলামা ও সাধারণ মানুষকে হয়রানি ও গ্রেফতার করে দেশে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করা হচ্ছে।

নেতৃদ্বয় হয়রানি ও গ্রেফতার বন্ধ এবং আটকৃতদের নিঃশর্ত মুক্তি দেওয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান। অন্যথায় আলেম-উলামারা ঐক্যবদ্ধভাবে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে।

নেতৃবৃন্দ আরও বলেন, হয়রানি ও গ্রেফতার করে আলেম-উলামাদের আন্দোলনকে ঠেকানো যাবে না। দেশের জনগণ ইসলাম ও দেশের প্রয়োজনে জীবন দিতে প্রস্তুত।

প্রকৌশল/এমএস