হেফাজত নেতা কাসেমী গ্রেপ্তার


প্রকৌশল নিউজ :
হেফাজত নেতা কাসেমী গ্রেপ্তার

ফাইল ছবি

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব ও হেফাজতে ইসলামের ঢাকা মহানগর সহসভাপতি মাওলানা কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

মঙ্গলবার বিকালে রাজধানীর বাসাবো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি গুলশান ডিভিশন।

বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন ডিএমপির এডিসি (মিডিয়া) ইফতেখায়রুল ইসলাম। তিনি জানান, ২০১৩ সালের ৫ মে হেফাজতের ঢাকা অবরোধকে কেন্দ্র করে সহিংসতার মামলায় কোরবান আলী কাসেমীকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ঢাকায় হেফাজতে ইসলামের মোট ১২ নেতাকে গ্রেপ্তার করা হলো। এর আগে গত রোববার হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে গ্রেপ্তার করে পুলিশ।

প্রকৌশল নিউজ/এমআর