মহিলা দলের নেত্রী আফরোজা শোভা বহিষ্কার


প্রকৌশল প্রতিবেদক:
মহিলা দলের নেত্রী আফরোজা শোভা বহিষ্কার
  • Font increase
  • Font Decrease

সংগঠনের শৃঙ্খলা বহির্ভূত কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সদস্য আফরোজা আক্তার শোভাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

এই বহিষ্কারাদেশ অনুমোদন করেছেন জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস এবং সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ।

বুধবার জাতীয়তাবাদী মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হেলেন জেরিন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, নিজের ‘ভুয়া’ অসুস্থতার কথা বলে সংগঠন ও বিভিন্ন জনের কাছ থেকে অর্থ আদায়, নেশাগ্রস্ত হয়ে নিজের অর্ধনগ্ন ভিডিও ধারণ করাসহ বিভিন্ন অভিযোগে শোভাকে মহিলা দলের সদস্য পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।

প্রকৌশল নিউজ/এমএস