ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-শিক্ষকদের আন্দোলন ঘোষণা
পেশাগত সমস্যার সমাধান, ইনক্রিমেন্ট, পদোন্নতি ও বিএনবিসির প্রজ্ঞাপন সংশোধনসহ তিন দফা দাবিতে আন্দোলনের ঘোষণা দিয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের ছাত্র-শিক্ষকরা। সেই সাথে দাবি আদায়ের জন্য আগামী ১০ মার্চ জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালনের ঘোষণাও দিয়েছেন তারা।
মঙ্গলবার দুপুরে ঢাকার কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচির ঘোষণা দেন ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) এর কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মোহাম্মদ শামছুর রহমান।
সেই সাথে দেশের সব জেলায় জেলায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়ার নির্দেশও দেন তিনি। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ও ডিগ্রী ইঞ্জিনিয়ারদের বহুতল ভবন তৈরিতে ইমারত নির্মাণের বৈষম্য নিরসনে অন্ত:মন্ত্রণালয়ের প্রতি আহবান জানান তিনি।
দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন সংগঠনের সাধারণ সম্পাদক। ইঞ্জিনিয়ারদের পেশাগত সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর নির্দেশ বাস্তবান না হওয়ায় ক্ষোভ জানান সংগঠনের নেতারা।
প্রকৌশলনিউজ/এসআই