আইইবি’র কার্যনির্বাহী কমিটির প্রথম তিন মাসের কর্মকান্ড নিয়ে ভিডিও প্রকাশ


প্রকৌশল নিউজ:
আইইবি’র  কার্যনির্বাহী কমিটির প্রথম তিন মাসের কর্মকান্ড নিয়ে ভিডিও প্রকাশ
  • Font increase
  • Font Decrease

ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ বা আইইবি তাদের অফিসিয়াল ফেইসবুক পেইজে বর্তমান নির্বাহী কমিটির দায়িত্ব গ্রহনের প্রথম তিন মাসের কার্যক্রমের ওপর একটি ভিডিও প্রকাশ করেছে। 

২০২০ থেকে ২০২২ পর্যন্ত দায়িত্ব পাওয়া কমিটির প্রথম চ্যালেঞ্জ ছিল করোনার মধ্যে থেকেও সাংগঠনিক কাজ এগিয়ে নেওয়া। ডিজিটাল প্লাটফর্ম ব্যবহার করে সেই কাজটি দারুণভাবে করতে পেরেছে আইইবি। 

ভিডিও’র শুরুতেই দেখা যায় বর্তমান কমিটির সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী মোঃ শাহাদাৎ হোসেন শিবলু, পিইঞ্জ বিদায়ী কমিটির কাছ থেকে দায়িত্ব গ্রহণ করে নিচ্ছেন। সঙ্গে ভাইস প্রেসিডেন্টবৃন্দ এবং যুগ্ম সাধারণ সম্পাদকবৃন্দও তাদের দায়িত্ব বুঝে নিচ্ছেন। 

দায়িত্বগ্রহণ শেষে কমিটির প্রথম কর্মসূচী ছিল ‘উন্নত জগত গঠন করুণ’ স্লোগানে একটি কর্মশালার আয়োজন। ওয়ার্কশপ অন অ্যানালাইসিস এন্ড ডিজাইন অন ইনভেন্টরি ম্যানেজমেন্ট সিস্টেম ফর আইইবি শিরোনামে ৩ অক্টোবরের কর্মশালায় প্রধান অতিথি ছিলেন আইইবি’র বর্তমান সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা। 

কমিটি দ্বিতীয় অনুষ্ঠান আয়োজন করে হাল আমলের আলোচিত বিষয় এনার্জি নিয়ে। এনার্জি সিকিউরিটি অব বাংলাদেশ ইস্যুজ এন্ড অপশনস শিরোনামে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে ডিজিটাল প্লাটফর্মে যোগদান করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

প্রথম তিন মাসে দেশের প্রকৌশলীদের নিয়ে ওয়েবিনারেরও আয়োজন করেছে আইইবি। ওয়েবিনার অন পারফরমেন্স বেইজড ডিজাইন অব কনক্রিট মিক্স এন্ড রি-ইনফোর্সমেন্ট কাভার ফর আরসি স্ট্রাকচার ইন করোসন প্রণ এনভায়র্নমেন্ট শিরোনামে ওয়াবিনারে দেশের প্রকৌশলীরা স্বতস্ফুর্ত অংশগ্রহণ করেন। 

এছাড়া দেশের সকল প্রকৌশলী সংস্থা এবং অধিদপ্তরের প্রধানদের সাথে অনলাইনে আইইবি নির্বাহী কমিটি মতবিনিময় সভা করে চলতি বছরের নভেম্বর মাসে। 

বাংলাদেশের সবথেকে বড় অর্জন বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা করেছে আইইবি’র বর্তমান নির্বাহী কমিটি। যেখানে প্রধান অতিথি ছিলেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। যেখানে আইইবির সাবেক বর্তমান নেতারা বিজয় দিবসের ওপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। ঐ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইইবির সভাপতি প্রকৌশলী মোঃ নুরুল হুদা।