বুধবার জানা যাবে সাকিবের ইনজুরি কতটা গুরুতর


প্রকৌশল নিউজ :
বুধবার জানা যাবে সাকিবের ইনজুরি কতটা গুরুতর
  • Font increase
  • Font Decrease

গত সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে কুঁচকির ব্যথায় মাঠ ছাড়ার পর ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে বাংলাদেশ ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানকে।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ওয়ানডেতে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে টান পড়ায় ক্যারিবীয়দের ইনিংসের ৩০ তম ওভারে খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন সাকিব। এরপর আর মাঠে ফিরে আসেননি তিনি। তবে খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে দেখা যায় তাকে।

কেমন আছেন সাকিব এমন প্রশ্নের উত্তরে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এর প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী মঙ্গলবার বিকেলে গণমাধ্যমকে জানান, সাকিবের কুঁচকির সমস্যা আসলে কতটা গুরুতর, তা এ মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু জাতীয় দল জৈব সুরক্ষা বলয়ে আছে, সেখানে আমরা যারা বাইরে আছি, তাদের প্রবেশাধিকার নেই। তাই ঠিক বলা যাচ্ছে না সাকিবের প্রকৃত অবস্থা আসলে কী?

তিনি আরও বলেন, তবে এটুকু বলতে পারি জৈব সুরক্ষা বলয়ে থাকা জাতীয় দলের ফিজিও জুলিয়ান ক্যালেফাতোই সাকিবের দেখভাল করছেন। তিনি তাকে (সাকিবকে) আপাতত ৪৮ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। সে সময় শেষ হবে আগামীকাল বুধবার। তারপর সাকিবের অবস্থা পর্যালোচনা করা হবে। সে পর্যালোচনার পরই জানা যাবে সাকিবের সত্যিকার অবস্থা কী?