আর ২ গোল পেলেই পেলের রেকর্ড ভাঙবেন মেসি
লা লিগায় শনিবার বাংলাদেশ সময় দিবাগত রাত দুইটায় কাদিজের মুখোমুখি হবে বার্সা। এ ম্যাচে পেলের রেকর্ড হাতছানি দিয়ে ডাকছে মেসিকে। আর মাত্র দুটি গোল পেলেই পেলের এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁয়ে ফেলবেন মেসি।
সান্তোসের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৬৫৬ ম্যাচে পেলের গোলসংখ্যা ৬৪৩। তাঁর ৬৪৩ গোলের এই কীর্তি অফিশিয়ালি এক ক্লাবের হয়ে সর্বোচ্চ গোলের রেকর্ড, যা প্রায় অর্ধশতাব্দী ধরে কেউ ভাঙতে পারেনি। মেসি সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সার জার্সিতে ৬৭৮ ম্যাচে করেছেন ৬৪১ গোল।
সান্তোসে থাকতে আট মৌসুমে অন্তত ৪০টি করে গোল করেছিলেন পেলে। মেসি এ ক্ষেত্রে পেলের চেয়ে বেশ এগিয়ে। ১০ মৌসুম ন্যূনতম ৪০টি করে গোল করেছেন এই বার্সা তারকা। তবে চলতি মৌসুমে আগের সেই ফর্ম এখনো ফিরিয়ে আনতে পারেননি মেসি। সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ৭ গোল। এর মধ্যে লিগে তাঁর গোলসংখ্যা ৯ ম্যাচে ৪। যদিও এই ফর্ম হয়তো মেসিসুলভ নয়, কিন্তু তাই বলে আজই পেলের রেকর্ড ভেঙে দেবেন না মেসি—এমন কিছু বলে দেওয়াতে হয়তো ঝুঁকি থাকে অনেক।
তবে বাজারে গুঞ্জন চলছে, এ মৌসুম শেষেই হয়তো বার্সা ছাড়বেন মেসি। মৌসুম শেষেই যে বার্সার সঙ্গে মেসির বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে।