ছুটি নিলেন সাকিব, রাবাদার কাছে সবার আগে দেশ
বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম সাকিব আল হাসান। অন্যদিকে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের বর্তমান সময়ের অন্যতম নির্ভরযোগ্য পেসারের নাম কাগিসো রাবাদা। দুই দেশের দুই গুরুত্বপূর্ণ ক্রিকেটারের নাম একসাথে আসার কারণ ‘আইপিএল’।
কিন্তু কেন? এবার সেই বিষয়টাই খোলাসা করা যাক। দেশের শীর্ষ স্থানীয় একটি গণমাধ্যমের সংবাদ সুত্রে জানা গেছে, আইপিএলে খেলার জন্য বিসিবির কাছে আগেই মৌখিকভাবে ছুটি চেয়েছেন সাকিব। বিসিবির সবুজসংকেত পাওয়ার পর পরশু রাতে ক্রিকেট পরিচালনা প্রধান আকরাম খানকে ছুটি চেয়ে ই–মেইলও পাঠান তিনি। এরপর গতকাল আইপিএলের জন্য সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নেয় বিসিবি।
বিষয়টি সেই গণমাধ্যমকে নিশ্চিত করে গতকাল রাতে আকরাম খান বলেন, সাকিব এই মুহূর্তে টি–টোয়েন্টি খেলতে চায়। টেস্ট খেলতে চায় না। আইপিএলের জন্য ছুটি চেয়েছে সে। আমরাও মনে করি কেউ খেলতে না চাইলে তাকে জোর করে খেলিয়ে লাভ নেই। তাই সাকিবকে ছুটি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড।
বাংলাদেশের খেলোয়াড়দের আইপিএলে খেলার ব্যাপারে বিসিবি একটা সময়সীমা বেঁধে দিয়েছে। যাতে বলা হয়েছে, আইপিএলে খেলার জন্য নির্বাচিত বাংলাদেশের ক্রিকেটাররা ১৯ মের পর আর টুর্নামেন্টটিতে খেলতে পারবেন না। এমনকি এর আগেও যদি আইপিলের সময়ের মধ্যে বাংলাদেশের কোনো সিরিজ হয়, তাহলেও খেলোয়াড়দের জাতীয় দলের জন্য আইপিএল ছাড়তে হবে। এ ছাড়া জাতীয় দলের খেলার সময় খেলোয়াড়েরা অন্য কোথাও খেলতে পারবেন না, এমন কথা খেলোয়াড়দের সঙ্গে বিসিবির চুক্তিতেও আছে। তাহলে টেস্টের সময় আইপিএলের জন্য কেন সাকিবকে ছাড়বে বিসিবি?
সেই গণমাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এক বোর্ড কর্মকর্তা বলেন, সাকিবকে জোর করে টেস্টে খেলালেও তার কাছ থেকে সর্বোচ্চ সার্ভিসটা পাওয়া যাবে না বলেই মনে করে বোর্ড। তবে আমরা এটাও বুঝি, এতে একটা বাজে উদাহরণ সৃষ্টি হলো।
এবার আসা যাক রাবাদা প্রসঙ্গে। ২৫ বছর বয়সী দক্ষিণ আফ্রিকান পেসার কাগিসো রাবাদা দেশটির স্থানীয় এক সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে বলেছেন, আমার কাছে দেশ সবার আগে। আইপিএলের শুরুর সময়ে যদি পাকিস্তানের বিপক্ষে আমাদের সিরিজ অনুষ্ঠিত হয়, তাহলে আমি হয়তো আইপিএলের এক সপ্তাহ মিস করবো। ভারতে দিল্লি আমার ঘর, কিন্তু জাতীয় দলের খেলা আমার কাছে বেশি গুরুত্বপূর্ণ।
সম্প্রতি দক্ষিণ আফ্রিকান সংবাদমাধ্যম আইওএলকে দেয়া সাক্ষাৎকারে রাবাদা এই কথা বলেন।
কদিন আগেই পাকিস্তানে সিরিজ খেলে এসেছে দক্ষিণ আফ্রিকা। ফিরতি সিরিজটা আগামী এপ্রিলেই হওয়ার কথা। যদিও এখনও কোনো সময়-সূচি নির্ধারণ হয়নি। ধারণা করা হচ্ছে ৪টি টি-টোয়েন্টি ও ৩টি ওয়ানডে ম্যাচের সিরিজ আগামী ২ থেকে ১৬ এপ্রিলের মধ্যে হবে। আর শেষ পর্যন্ত যদি ওই সময়ই হয় তাহলে আইপিএলের শুরু দিকে থাকতে পারবেন না রাবাদা। দিল্লি ক্যাপিটালস শুরুতে পাবে না প্রোটিয়া পেসারকে। আর এ নিয়ে কোনো আফসোসও নেই এ পেসারের।
প্রকৌশল নিউজ/ এমআর